এইমাত্র
  • সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক
  • দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়
  • নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
  • গাজায় ইসরায়েলি হামলা অব্যহত, নিহত আরও ৪০
  • নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা
  • এবার প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিলো সৌদি আরব
  • বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম
  • নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
  • গাজা যুদ্ধের প্রতিবাদ করায় ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
  • নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬
  • আজ শুক্রবার, ২৮ চৈত্র, ১৪৩১ | ১১ এপ্রিল, ২০২৫

    বৈপরীত্য

    বৈপরীত্য

    বৈপরীত্য

    এস এম আবু নাছের


    যে মানুষটা প্রেম বিলায়, তারও প্রেমের কমতি হয়

    ভালোবাসার প্রাপ্তিতে হরেক পদের ঘাটতি হয়,

    প্রাণোচ্ছ্বল মানুষটারও মন কখনও খারাপ হয়

    কষ্ট পুষে, অপ্রকাশিত আবেগের জোয়ার বয়।



    আপন করে ভাবে যারা, তারও পর হতে সাধ হয়।

    খুব দূরে চুপটি করে, আপনাতে বিলীন রয়। 


    খুব মিশুক মানুষটাও মাঝে মাঝে বিরক্ত হয়

    সবকিছু মানিয়ে নিতে দম বুঝি বন্ধ হয়,

    অসহনীয়, অস্থিরতায় কাটে যখন দিনঘড়ি

    তবুও তাদের মানাতেই হয়, বিভেদ ভুলে তাড়াতাড়ি।


    যে মানুষটা স্বপ্ন দেখায়, সাহসের গল্প শোনায়

    তারও আবার দুঃস্বপ্নে, বিশ্বাসের অভাব ঘটায়।



    যে মানুষটা আবেগ দিয়ে আগলে রাখে সবকিছু

    তারও আবার উটকো ঝড়ে ভেঙে যায় বেশ কিছু,

    খুব শক্ত, কঠিন মনের, বাইরে যার এক অবয়ব

    তারও দেখি হৃদ মাঝারে উঁকি দেয় প্রেম সরোবর।



    ভাবছো বুঝি, এত কেন লুকোচুরি, বৈপরীত্যের ফুলঝুড়ি?

    এরই মাঝে লুকিয়ে আছে, মানব মনের ফুলকুঁড়ি।



    অল্প, আলতো স্নেহের পরশ, একটু শ্রদ্ধা আস্থা পেলে

    সে মানুষটিই ভেংগেচুরে যায় সব অভিমান দূরে ফেলে,

    সে মানুষের বুকের মাঝে বয়ে চলে এক আস্ত নদী

    ভালোবাসা আর বিশ্বাসের ঝর্ণা বয় নিরবধি। 


    (কবি: এস এম আবু নাছের, ব্যাংকার, গবেষক ও লেখক)


    Loading…